রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইরান-আফগান সীমান্তে অগ্নিকাণ্ড: শ’ শ’ জ্বালানি ট্যাংকার ধ্বংস, বহু আহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৮:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১

৫১৩

ইরান-আফগান সীমান্তে অগ্নিকাণ্ড: শ’ শ’ জ্বালানি ট্যাংকার ধ্বংস, বহু আহত

ইরানের সঙ্গে আফগানিস্তানের বৃহত্তম বাণিজ্য বন্দর ইসলাম কালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত তেল ও গ্যাস ট্যাংকার ধ্বংস হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শনিবার বিকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে এ বন্দরে ভয়ংকর আগুনের সূত্রপাত হয়। এরই মধ্যে তা নেভানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে ঝটিকা তদন্ত ও অনুসন্ধান শুরু হয়েছে।

ইতোমধ্যে হেরাত প্রদেশ গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমাদের জানানো হয়েছিল ১০০ অথবা ২০০ ট্যাংকার ধ্বংস হয়েছে। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে। সেটা কয়েকশ’ হতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এক সূত্র জানায়, ৬০ জন আহত হয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে অনেক উচ্চতায় আগুনের শিখা এবং আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।

আফগান অর্থ মন্ত্রণালয় জানায়, প্রথমে একটি ট্যাংকারে আগুন লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে জ্বালানি, ট্যাংকার এবং শুল্ক অবকাঠামোসহ বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঘটনার কারণ অনুসন্ধানে কাবুল থেকে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।

হেরাত চেম্বার অব কমার্সের প্রধান ইউনুস কাজী জাদা প্রাথমিক হিসাবে বলেন, এতে লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। প্রদেশটির বিশাল এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত