মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্ট্রেলিয়ার সংসদ ভবনে তরুণী ধর্ষিত, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২১

অস্ট্রেলিয়ার সংসদ ভবনে তরুণী ধর্ষিত, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার সংসদ ভবনে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ অভিযোগ ওঠার পর তার কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তাকে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

ওই তরুণীর নাম ব্রিটানি হিগিনস। তিনি জানান, ২০১৯ সালের মার্চে দেশের প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের কার্যালয়ে ধর্ষিত হই আমি। মরিসনের ক্ষমতাসীন দল লিবারেল পার্টির এক কর্মী আমাকে ধর্ষণ  করে। দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছিলাম। পরে উনি আমাকে কার্যালয়ের একটি বৈঠকে যোগ দিতে বলেন। তবে সেখানে হেনস্থার শিকার হই।

রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন ২৬ বছর বয়সী ওই তরুণী। তিনি বলেন, ওই বছরেরই এপ্রিলের শুরুতে পুলিশকে বিষয়টি জানাই আমি। তবে ক্যারিয়ারের কথা চিন্তা করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করিনি।

সব আমলে নিয়ে প্রধানমন্ত্রী মরিসন বলেন, এটা ঠিক হয়নি; আমি ক্ষমা চাচ্ছি। নিশ্চিত করতে চাই, এখানে যেসব তরুণী কাজ করবেন, তারা যেন নিরাপদ থাকেন। পার্লামেন্টের পরিবেশ ও সংস্কৃতি পর্যালোচনা করা হবে। ব্রিটানির বিষয়ে নতুন করে তদন্ত শুরু হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত