২৩ হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার
২৩ হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার
![]() |
মিয়ানমারের জান্তা সরকার ২৩ হাজারেরও বেশি বন্দীর সাজা মওকুফ করেছে। এছাড়া বিক্ষোভ ও আন্দোলনের সমাপ্তি টেনে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার ডাক দিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। করোনার বিস্তার রুখতে মানুষজনকে জমায়েত থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
দেশটির ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারির পর এ আহ্বান জানান দেশটির সেনাপ্রধান। তবে জান্তা প্রধানের এ আহ্বানে সাড়া না দিয়ে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকেই আবারও মহাসড়কে ভিড় করছেন অং সান সুচির সমর্থকসহ দেশটির জনসাধারণ। এ সময় সুচির সমর্থকরা জান্তা সরকারের ওপর আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানান।
শুক্রবার সাধারণ ছুটির দিনে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বন্দীর সাজা মওকুফের এ ঘোষণা প্রচার করা হয়।
এতে বলা,‘শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমার যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দীদের সাজা মওকুফ করা হয়েছে।’
সাজা মওকুফ হওয়া এসব বন্দীদের মধ্যে ২৩ হাজার ৩১৪ জন দেশটির নাগরিক এবং ৫৫ জন বিদেশি বলে ঘোষণায় জানানো হয়।
ফেব্রুয়ারির শুরুতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় ক্ষমতাসীন দল এনএলডি’র নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে।
সেনাপ্রধান হ্লাইং রাষ্ট্রের সকল ক্ষমতা নিজের হাতে তুলে নেন। জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত টানা ষষ্ঠদিনের মতো সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চালিয়েছে মিয়ানমারের জনতা।
মঙ্গলবার এক নারী গুলিবিদ্ধ হওয়ার পর আরও জোরালো হয় বিক্ষোভ। সেদিন রাজধানী নেইপিদোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে জলকামান এবং পরে রাবার বুলেট ব্যবহার করে।
এদিকে মিয়ানমারের অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সরকারের ১ বিলিয়ন ডলার তহবিলে সামরিক বাহিনীর প্রবেশ আটকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
- সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প