বিবিসি নিষিদ্ধ করল চীন
বিবিসি নিষিদ্ধ করল চীন
![]() |
দেশে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে চীন। যুক্তরাজ্য চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের লাইসেন্স বাতিল করায় এমন পদক্ষেপ নিল বেইজিং।
চীনা স্টেটস ফিল্ম, টিভি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে বিবিসি নিজেই এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়, ১১ জানুয়ারি বিবিসি ওয়ার্ল্ড নিউজসহ চীন থেকে সম্প্রচারিত টিভি ও রেডিওর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
করোনাভাইরাস এবং মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরের ওপর নিপীড়নের সংবাদপ্রকাশে ব্রিটিশ সংবাদমাধ্যমটির সমালোচনা করে চীনা সরকার।বিবিসি জানায়, বেইজিংয়ের এ সিদ্ধান্তে হতাশ তারা।
ব্রিটিশ মিডিয়া রেগুলেটর-অফকম এ মাসের শুরুতে চীনের রাষ্ট্রীয় চ্যানেল চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কসের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করায় এ পদক্ষেপ নিল বেইজিং।
স্টার চীনা মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি অন্যায়ভাবে যুক্তরাজ্যে সিজিটিএনের লাইসেন্স নেয় বলে দাবি করে অফকম।
এ ছাড়া গত বছর ব্রিটিশ সাংবাদিক ও গোয়েন্দা হিসেবে পরিচিত পিটার হাম্প্রির জোরপূর্বক স্বীকারোক্তি প্রচারের অভিযোগও আনা হয় চীনা চ্যানেলটির বিরুদ্ধে।
এদিকে চীনা স্টেটস ফিল্ম, টিভি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে, বিবিসির বিরুদ্ধে সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
তাদের ভাষ্য, সংবাদ হওয়া উচিত সত্য ও ন্যায়সঙ্গত এবং চীনা জাতীয় স্বার্থের জন্য হানিকর নয়। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমটি তা মেনে চলেনি।
এক প্রতিক্রিয়ায় বিবিসি জানায়, 'চীনা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত গ্রহণে আমরা হতাশ হয়েছি। বিশ্বব্যাপী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এবং কোনো ধরনের ভয় ও আনুকূল্য ছাড়াই আন্তর্জাতিক সংবাদ সম্প্রচার ও প্রচারে অন্যতম বিশ্বস্ত মাধ্যম বিবিসি।'
আগ থেকে ব্রিটিশ সংবাদমাধ্যমটির ওপর কড়াকড়ি আরোপ ছিল চীনে। বিশ্বজুড়ে বিবিসির ইংরেজি সম্প্রচার মাধ্যমটি সবার জন্য উন্মুক্ত হলেও চীনে সেটি শুধু আন্তর্জাতিক হোটেল, কিছু কূটনৈতিক এলাকায় সীমাবদ্ধ ছিল। অধিকাংশ চীনা জনগণের সেটি দেখার সুযোগ ছিল না।

আরও পড়ুন
- সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প