মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের পতাকা অবমাননায় হংকংয়ের কিশোরের জেল

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৩২, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:৩২, ৩০ ডিসেম্বর ২০২০

চীনের পতাকা অবমাননায় হংকংয়ের কিশোরের জেল

তথাকথিত অবৈধ আন্দোলনে অংশ নেয়ায় দোষী সাব্যস্ত হওয়ায় এবং চীনের পতাকা অবমাননার দায়ে এক কিশোরকে চার মাসের জেল দিয়েছেন হংকংয়ের একটি আদালত। 

১৯ বছর বয়সী ওই কিশোরের নাম টনি চুং। সে হংকংয়ের স্বশাসনের পক্ষের আন্দোলন কর্মী। অর্থাৎ দেশটিতে গণতন্ত্র চায় ও।

চুং একসময় স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ গঠন করে। বর্তমানে সেটি ছত্রভঙ্গ। ২০১৯ সালে মে মাসে আঞ্চলিক আইনসভার বাইরে হংকংয়ে চীনা সমর্থিত গোষ্ঠীর দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি হয় তার। 

ওই সময় চীনের পতাকা মাটিতে ছুড়ে ফেলে এই কিশোর। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি মাসের শুরুতে তাকে কারাদণ্ড দেন আদালত।

জাতীয় নিরাপত্তা আইনের আওতায় চুংয়ের বিরুদ্ধে ওঠা বিচ্ছিন্নতাবাদের অভিযোগও বিচারাধীন রয়েছে। গেল জুনে তার ওপর এ খড়গ ঝুলায় বেইজিং। সেটা প্রমাণিত হলে সর্বোচ্চ তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।

উল্লেখ্য, হংকংয়ের একটি গোষ্ঠী দেশের স্বাধীনতা চায়। তাদেরই একজন চুং। তবে ওদের দমিয়ে রাখছে চীন। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করে সেখানকার নিয়ন্ত্রণ ধরে রাখতে চাচ্ছে তারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত