শুক্রবার   ০৯ মে ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২ || ০৯ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইমরান খানের শেষ ভরসা সুপ্রিমকোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

২০:৫৮, ১৮ জানুয়ারি ২০২৪

ইমরান খানের শেষ ভরসা সুপ্রিমকোর্ট

পাকিস্তানের আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে এনএ-৮৯ (মিয়ানওয়ালি) এবং এনএ-১২২ (লাহোর) আসন থেকে লড়তে চান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এখনো বেড়াজালে আটকে আছেন তিনি। লাহোর হাইকোর্টের (এলএইচসি) পূর্ণাঙ্গ বেঞ্চ তার  মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দিয়েছেন। এখন তার শেষ ভরসা সুপ্রিমকোর্ট। খবর ডনের।

পিটিআইয়ের এক মুখপাত্র পাকিস্তানের গণমাধ্যম ডনকে বলেছেন, আপিলের জন্য আর মাত্র একটি জায়গা রয়েছে, তবে আদিয়ালা কারাগারে বন্দি দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আলোচনার পর আমরা এ সিদ্ধান্ত নেব।

বিচারপতি আলী বাকার নাজাফির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি, প্রেসিডেন্ট পারভেজ এলাহি, সাবেক মন্ত্রী হাম্মাদ আজহার এবং ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির নেতা ফাওয়াদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী সফদর শাহিন পীরজাদা বলেন, এখন লাহোর হাইকোর্টের ফুল বেঞ্চের সিদ্ধান্তে সংক্ষুব্ধ সকলের সামনে একটি বিকল্প রয়েছে, তা হল সংবিধানের ১৮৪(৩) অনুচ্ছেদের অধীনে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়া।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত