রাশিয়াকে দ্রুত হারানোর কৌশল দিলেন জেলেনস্কি
রাশিয়াকে দ্রুত হারানোর কৌশল দিলেন জেলেনস্কি
![]() |
প্রতিপক্ষ রাশিয়াকে হারানোর কৌশল বের করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধে রাশিয়ার পরাজয় নির্ভর করছে দেশটিকে দ্রুত নিষেধাজ্ঞার মধ্যে আটকে ফেলা। মস্কো যাতে আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে না পারে, সে ব্যবস্থা করা।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যাতে নিষেধাজ্ঞা এড়াতে না পারে, সে ব্যবস্থা করা ইউরোপের একটি সাধারণ কাজ। এই কাজটা আমরা যত দ্রুত এবং যতটা ভালোভাবে করতে পারব, তত দ্রুত আমরা রাশিয়াকে পরাজয়ের মাধ্যমে আগ্রাসন ঠেকাতে পারব।’
ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের গতি মন্থর হয়ে গেছে।
মস্কোর বিরুদ্ধে ১০ম প্যাকেজের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে কথা হয়েছে জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার মাধ্যমেই শান্তিপূর্ণ ইউরোপ নিশ্চিত করা সম্ভব।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ খুবই গুরুত্বপূণ। এটি তার দেশের জনগণের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে।
‘দু:খজনক হলেও এটা সত্য যে, শুধু যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যাবে না। এর জন্য ইউরোপীয়দের মধ্যে আস্থা তৈরি করতে হবে। আমাদের প্রয়োজন ইউরোপীয়দের একত্র হওয়া।
এর আগে বৃহস্পতিবার সকালে ভন ডের লেনের নেতৃত্বে ইউরোপীয় কমিশনের একটি দল ইইউ-ইউক্রেন সম্মেলনে অংশ নিতে কিয়েভ পৌঁছায়। শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প