রোববার   ১৩ জুলাই ২০২৫ || ২৮ আষাঢ় ১৪৩২ || ১৪ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫১, ২০ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:০১, ২০ নভেম্বর ২০২১

করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৭৮ জনের। গতকাল শুক্রবার এই সংখ্যা ছিল ২৫৩। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.১৮। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৬ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

**২৪ ঘন্টায় বেশি মৃত্যু ও শনাক্ত ঢাকায়

২৪ ঘণ্টায় মৃত্যু: ০
মোট মৃত্যু: ২৭ হাজার ৯৪৬
শনাক্ত: ১৭৮
মোট শনাক্ত: ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৫ হাজার ১০৭ 
শনাক্তের হার: ১.১৮ শতাংশ
সুস্থ: ১৯০
মোট সুস্থ: ১৫ লাখ ৩৮ হাজার ০০৬

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৪৬ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত