রোববার   ১৩ জুলাই ২০২৫ || ২৮ আষাঢ় ১৪৩২ || ১৫ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় বেশি মৃত্যু ও শনাক্ত ঢাকায়

স্পটলাইট ডেস্ক

১৭:০১, ১৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:০২, ১৯ নভেম্বর ২০২১

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় বেশি মৃত্যু ও শনাক্ত ঢাকায়

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪০
গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪০

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী শুক্রবার (১৯ নভেম্বর) সর্বশেষ ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের মধ্যে ৬ জনই ঢাকার বাসিন্দা।

**২৪ ঘন্টায় মৃত্যু ৫, শনাক্ত ২৪৪

গতকার বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৫ জনের, বুধবার মারা যান ৬ জন, মঙ্গলবার ২,সোম ও রবিবার করোনায় মৃত্যু হয় ৪ জনের। শনিবার এই সংখ্যা ছিল ৬ আর গত শুক্রবার ৫ জন মারা যান।

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৫৩ জনের, এর মধ্যে ২০২ জনই ঢাকার। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২৪৪। 

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪০। বৃহস্পতিবার ছিল ১.২৫, বুধবার ১.৩৫, মঙ্গলবার ১.০৩ সোমবার শনাক্তের হার ছিল ১.৩২,  রবিবার ১.১৪।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৪৬ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু: ৭
মোট মৃত্যু: ২৭ হাজার ৯৪৬
শনাক্ত: ২৫৩
মোট শনাক্ত: ১৫ লাখ ৭৩ হাজার ৭১১
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৮ হাজার ১২৪
শনাক্তের হার: ১.৪০ শতাংশ
সুস্থ: ২৯৮
মোট সুস্থ: ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৬ জনের মৃত্যৃ হয়েছে সরকারি হাসপাতালে, এছাড়া ১ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৬
চট্টগ্রাম: ১
রাজশাহী: ০
খুলনা: ০
বরিশাল: ০
সিলেট: ০
রংপুর: ১
ময়মনসিংহ: ০

শুক্রবার করোনায় মৃতদের মধ্যে নারীর সংখ্যা বেশি
পুরুষ: ৩
নারী:  ৪

মৃত ব্যক্তিদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ৮১-৯০, ৭১-৮০, ৬১-৭০, ৫১-৬০ এবং ২১-৩০ বছর বয়সের মধ্যে আছেন ১ জন করে। আরও ২ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত