বুধবার   ১৫ মে ২০২৪ || ৩১ বৈশাখ ১৪৩১ || ০৪ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:৪৬, ১৪ মে ২০২৪

৪১

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

মাত্র একটি ট্যুরিস্ট ভিসাতেই উপসাগরীয় ছয় দেশ ঘুরে আসতে পারবেন পর্যটকরা। জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা দিয়ে বাইরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন তারা। 

সম্প্রতি পর্যটকদের জন্য এমন সুখবরই দিল গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্যরা। কর্মকর্তারা জানিয়েছেন, জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এ বছরের শেষের দিকে চালু হবে। 

ভিসাটি হবে শেনজেন ভিসার মতো। শেনজেন ভিসা যেমন ওই অঞ্চলের পর্যটন খাতকে সাহায্য করেছিল তেমনি গ্র্যান্ড ট্যুর ভিসাও উপসাগরীয় অঞ্চলের পর্যটন বিকাশে সহায়তা করবে। 

এছাড়া জিসিসির ছয়টি দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করতে অবদান রাখবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা ১২ কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত