শনিবার   ১২ জুলাই ২০২৫ || ২৭ আষাঢ় ১৪৩২ || ১৪ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনায় আক্রান্ত

২২:২৩, ৭ জুলাই ২০২০

আপডেট: ২৩:৫৬, ৭ জুলাই ২০২০

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনায় আক্রান্ত

ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো
ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো

করোনাকে পাত্তা না দিয়ে সভা-সমাবেশ করে যাচ্ছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো (৬৫)। এবার ভাইরাস পেয়ে বসেছে তাকে। টেলিভিশনে দেওয়া এক সরাসরি ভাষণে প্রেসিডেন্ট জানিয়েছেন তার করোনা টেস্টের ফল ‘পজিটিভ’ এসেছে। তবে এ নিয়ে তিনি ভীত নন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল।

৬৫ হাজারের বেশি ব্রাজিলীয় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৮ হাজার। অভিযোগ রয়েছে, কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো শুরু থেকে করোনার সংক্রমণ রোধে যথাযথ ভূমিকা পালন করেননি। মাস্ক পরিহিত প্রেসিডেন্ট ভাষণে বলেন, ফলাফল পজিটিভ এসেছে। এটাই জীবন।

ভয়ের কারণ নেই। ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই ব্রাজিলের সেবা করতে আমাকে মনোনীত করার জন্য। মার্চ মাসে ব্রাজিলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বলসোনারো তার দলীয় সভা-সমাবেশ চালিয়ে যান পর্যাপ্ত সতর্কতা ছাড়াই। বলসোনারো অনুসারীরা রটাতে থাকেন, প্রেসিডেন্ট ভালো অ্যাথলেট হওয়ায় আক্রান্ত হলেও দ্রুত সুস্থ হয়ে যাবেন। খবর দ্য গার্ডিয়ানের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত