শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

মৃত্যু ১৫, শনাক্ত ১৪৮২৮, হার ৩২.৩৭ শতাংশ

স্পটলাইট ডেস্ক

১৭:৫২, ২৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৫৮, ২৪ জানুয়ারি ২০২২

৩৮৯

করোনাভাইরাস: বাংলাদেশ

মৃত্যু ১৫, শনাক্ত ১৪৮২৮, হার ৩২.৩৭ শতাংশ

দেশে করোনা শনাক্তের হার সোমবার ৩২.৩৭ শতাংশ
দেশে করোনা শনাক্তের হার সোমবার ৩২.৩৭ শতাংশ

মহামারির তৃতীয় বছরের প্রথম মাসটি পার হচ্ছে সংকটের মধ্য দিয়ে। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হতো (দৈনিক) গত বছরের জুলাই-আগস্ট মাসে। তখন দৈনিক শনাক্তের সর্বোচ্চ হার সাড়ে ৩২ পর্যন্ত উঠেছিল। কিন্তু এবার তৃতীয় ঢেউয়ের শুরুতেই দৈনিক শনাক্তের হার ৩১ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

**২৪ ঘন্টায় শনাক্ত ১০৯০৬, হার ৩০ শতাংশ ছাড়ালো

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের। গতকাল রবিবার এই সংখ্যা ছিল ১০,৯০৬, শনিবার ৯,৬১৪ এবং শুক্রবার ১১,৪৩৪।

এছাড়া, শনাক্তের হার সোমবার ৩২.৩৭ শতাংশ। রবিবার ছিল ৩১.২৯, শনিবার ২৮.০২, শুক্রবার ২৮.৪৯ শতাংশ।

এদিকে গত একদিনে দেশে করোনায় মারা গেছেন ১৫ জন। রবিবার এই সংখ্যা ছিল ১৪, শনিবার ১৭ এবং শুক্রবার মারা যান ১২।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪।

২৪ ঘণ্টায় মৃত্যু: ১৫
মোট মৃত্যু: ২৮ হাজার ২৩৮
শনাক্ত: ১৪ হাজার ৮২৮
মোট শনাক্ত: ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৪৫ হাজার ৮০৭
শনাক্তের হার: ৩২.৩৭ শতাংশ
সুস্থ: ৯৯৮
মোট সুস্থ: ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১২ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এছাড়া ৩ জন মারা যান বেসরকারি হাসপাতালে।

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৬
চট্টগ্রাম: ১
রাজশাহী: ১
খুলনা: ১
বরিশাল: ১
সিলেট: ২
রংপুর: ০
ময়মনসিংহ: ৩

সোমবারও নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি

পুরুষ: ৯ জন
নারী:  ৬ জন

বয়সভিত্তিক বিশ্লেষণে, মৃত ব্যক্তিদের মধ্যে ১ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে। ৭১-৮০ এর মধ্যে ৫ জন, ৬১-৭০ এবং ৫১-৬০ এর মধ্যে ৩ জন করে, ৩১-৪০ এর মধ্যে ১ জন এবং ২ জনের বয়স ২১-৩০ এর মধ্যে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত