মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিমানবন্দরে করোনার পিসিআর টেস্টে এক প্রতিষ্ঠানকে অনুমোদন

স্পটলাইট ডেস্ক

১৯:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২১

৪৮৮

বিমানবন্দরে করোনার পিসিআর টেস্টে এক প্রতিষ্ঠানকে অনুমোদন

আরব আমিরাতে কর্মী যেতে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা নিয়ে জটিলতা এখনও কাটেনি
আরব আমিরাতে কর্মী যেতে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা নিয়ে জটিলতা এখনও কাটেনি

আরব আমিরাতে কর্মী যেতে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা নিয়ে জটিলতা এখনও কাটেনি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যে ছয় প্রতিষ্ঠানকে আরটি-পিসিআর পরীক্ষার জন্য আরব আমিরাতের কাছে তালিকা ও নমুনা পাঠিয়েছিল তার মধ্যে একটি অনুমোদন দিয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

সচিবালয়ে  মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ দুই দিন আগেই শেষ হয়েছে। আরব আমিরাতের চাহিদা অনুযায়ী এসব ল্যাবের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যাবতীয় কাগজপত্র অনুমোদনের জন্য তাদের কাছে পাঠানো হয়েছিল। তারা ছয় প্রতিষ্ঠান থেকে একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে।

‘এরই মধ্যে তাদের চাহিদামত পরীক্ষামূলকভাবে দুটি ফ্লাইট পাঠানো হয়েছে। একটি ফ্লাইটে তাদের নির্ধারিত প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে টেস্ট করা হয়েছিল। তবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে আজ-কালের মধ্যেই এ সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

তিনি বলেন, যে একটি প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হয়েছে এটাকে কিন্তু ইউএই কর্তৃপক্ষ অনেক আগেই সিলেক্ট করেছিল। এ সংস্থাটির আগে থেকেই ডিএসএল-2 স্বাস্থ্য সতর্কতার মানার সক্ষমতা ছিল।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আজ একটা ফ্লাইট যাওয়ার কথা ছিল, আমরা সেটা ক্যানসেল করে দিয়েছি তাদেরকে প্রেসার দেয়ার জন্য। আমরা জানিয়েছি আমাদের ছয়টি প্রতিষ্ঠান যদি অনুমোদন না আসে তাহলে আমরা কোনো ফ্লাইট পাঠাব না।

‘জানি এতে হয়তো কিছুটা ভোগান্তি হবে, তবে আমরা আমাদের দেশের স্বার্থে এটা করেছি। তবে আশা করছি আজ-কালের মধ্যে এটা সমাধান হয়ে যাবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পিসিআর টেস্টের বিষয়টি এখন পুরোটাই আমিরাতের ওপর নির্ভর করছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি, তাদের তাগিদ দিচ্ছি। তবু আমিরাত থেকে যেহেতু কোনো অ্যাপ্রুভাল আসেনি, তাই বাস্তবায়নে দেরি হচ্ছে।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত