শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫৪০৪, মৃত্যু ৩৩৯

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২১

৩৬৯

ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫৪০৪, মৃত্যু ৩৩৯

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ হাজার ৪০৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭৯ জনে দাঁড়িয়েছে। 

এদিকে ভারতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগির সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে ৩ লাখ ৬২ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। 

স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগির  সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১ দশমিক ৩৩ ভাগ।

ভারতে ২৪ ঘণ্টা সময়ের ব্যবধানে করোনায় নতুন করে আরো ৩৩৯ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২১৩ জনে। সক্রিয় রোগির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা হ্রাস পেয়ে ৩ লাখ ৬২ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১ দশমিক ০৯ ভাগ। দেশব্যাপী কভিড-১৯ রোগ থেকে সুস্থ্যতার হার ৯৭ দশমিক ৫৮ ভাগ। তারা জানায়, গত ২৪ ঘণ্টার ব্যবধানে সক্রিয় রোগির সংখ্যা ১২ হাজার ৬২ জন হ্রাস পেয়েছে।

সোমবার ভারতে ১৪ লাখ ৩০ হাজার ৮৯১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫৪ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ জনের ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ১ দশমিক ৭৮ ভাগ।

ভারতে বিগত ১৫ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে। দেশটিতে সাপ্তাহিক আক্রান্তের হার ২ দশমিক ০৭ ভাগ। গত ৮১ দিন ধরে আক্রান্তের এ হার ৩ শতাংশের নিচে রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত