করোনাভাইরাস: বাংলাদেশ
২৪ ঘণ্টায় মৃত্যু এবং শনাক্তে আবারও নতুন রেকর্ড
করোনাভাইরাস: বাংলাদেশ
২৪ ঘণ্টায় মৃত্যু এবং শনাক্তে আবারও নতুন রেকর্ড
![]() |
করোনা শনাক্তের হার ১৯.৮২ |
দেশে কঠোরতর লকডাউনের মধ্যেও করোনায় মৃত্যুর ও শনাক্তের সংখ্যা নতুন রেকর্ড তৈরি করেছে।
সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪৭ জনের, যা সর্বোচ্চ।
গতকাল, রবিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬। আজও সর্বোচ্চ মৃত্যু রাজধানী ঢাকায়।
**২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ২২৮, শনাক্ত ১১২৯১
আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫০ হাজার ৯৫২ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন। শনাক্ত ও পরীক্ষার এই সংখ্যাও দেশে সর্বোচ্চ।
করোনা শনাক্তের হার ১৯.৮২, রবিবার ছিল ৩০.৪, শনিবার ৩২.৫৫ শুক্রবার ৩১.০৫।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৯ হাজার ৫২১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।
- ২৪ ঘণ্টায় মৃত্যু : ২৪৭
- মোট মৃত্যু: ১৯ হাজার ৫২১
- শনাক্ত : ১৫ হাজার ১৯২
- মোট শনাক্ত: ১১ লাখ ৭৯ হাজার ৮২৭
- নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৫০ হাজার ৯৫২
- শনাক্তের হার: ২৯.৮২ শতাংশ
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৬৫ জন এবং ৫৫ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ২৬ জনের মৃত্যু হয়েছে বাসায়। এছাড়া ১ জনের মৃত্যু হয়েছে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে।
মৃতদের মধ্যে ৭২ জন ঢাকার, ৬১ জন চট্টগ্রামের, ২১ জন রাজশাহীর। ৪৬ জন খুলনায়, বরিশালের ১২, সিলেটের ১৪, রংপুরের ১৬ জন এবং ৫ জন বাসিন্দা ময়মনসিংহের।
ঢাকা: ৭২
চট্টগ্রাম: ৬১
রাজশাহী: ২১
খুলনা: ৪৬
বরিশাল: ১২
সিলেট: ১৪
রংপুর: ১৬
ময়মনসিংহ: ৫
করোনায় শেষ ২৪ ঘণ্টাতেও নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি
পুরুষ: ১৪১
নারী: ১০৬
বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ২ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে, ৮১-৯০ এর মধ্যে ১৭ জন, ৪৫ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৭৩ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।
এছাড়া ৫৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৩০ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১৬ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৩ জনের বয়স এবং ২ বয়স ১১-২০ এর মধ্যে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।

আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত