শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৭৬২৬

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫৫, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:২১, ৭ এপ্রিল ২০২১

৬১১

করোনাভাইরাস: বাংলাদেশ

একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৭৬২৬

একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৭৬২৬, মৃত্যু ৬৩
একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৭৬২৬, মৃত্যু ৬৩

দেশে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্তের সংখ্যা রেকর্ড তৈরি করেছে। বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, একদিনে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬২৬ জনের শরীরে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। 

৩৪ হাজার ৬৩০ জনের করোনা পরীক্ষায় শনাক্তের এই সংখ্যা পাওয়া যায়। পরীক্ষার এই সংখ্যাও সর্বোচ্চ। শনাক্তের হার ২২.০২। 

**২৪ ঘণ্টায় দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত

এদিকে,গতকাল মঙ্গলবার করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও ছিল উর্দ্ধমূখী। মৃতের সংখ্যা ছিল ৬৬, যা মহামারি শুরুর পর সর্বোচ্চ, আর শনাক্ত হয় ৭ হাজার ২১৩ জনের শরীরে। 

এ পর্যন্ত দেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯ হাজার ৪৪৭ জন। আর শনাক্ত সর্বমোট ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনের। গত চারদিন ধরে সংক্রমণ সাত হাজারের ওপরে রয়েছে। 

• ২৪ ঘণ্টায় মৃত্যু : ৬৩
• মোট মৃত্যু: : ৯ হাজার ৪৪৭
• শনাক্ত : ৭ হাজার ৬২৬
• মোট শনাক্ত : ৬ লাখ ৫৯ হাজার ২৭৮
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৪ হাজার ৬৩০ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৬৩ জন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৪১ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রামের ১০ ,রাজশাহীর ৪,সিলেটের ৩, ২ জন খুলনা ও ময়মনসিংহের ২ জন ও বরিশালের বাসিন্দা ১ জন। 

ঢাকা: ৪১
চট্টগ্রাম: ১০
রাজশাহী: ৪
সিলেট: ৩
খুলনা: ২
ময়মনসিংহ: ২
বরিশাল: ১

মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪০ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ১২ জন। ৪১-৫০ এর মধ্যে ৫ জনের বয়স। এছাড়া ৩১-৪০ এর মধ্যে ২ জন এবং ২১--৩০ এর মধ্যে ৩ এছাড়া একজনের বয়স ২১-৩০ এর মধ্যে।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৩৯ (৭৪.৯৭%)
নারী: ২৪ (২৫.০৩%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,২৫৬ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত