রোববার   ০৬ জুলাই ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২ || ০৮ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় আরও ৫৮ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩২, ৩ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:৪৪, ৩ এপ্রিল ২০২১

করোনায় আরও ৫৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মার্চের শেষ সপ্তাহ থেকে দেশে করোনা শনাক্ত ও আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ চারদিন মৃত্যু সংখ্যা ৫০ এর উপরে। শুক্রবার (২ এপ্রিল) মারা যান ৫০ জন। এখন পর্যন্ত দেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ২১৩ জন। 

• ২৪ ঘণ্টায় মৃত্যু : ৫৮
• মোট মৃত্যু: : ৯ হাজার ২১৩
• শনাক্ত : ৫ হাজার ৬৮৩
• মোট শনাক্ত : ৬ লাখ ৩০ হাজার ২৭৭
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৪ হাজার ৪৮ জনের

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৬৮৩০ জন করোনাক্রান্ত

অন্যদিকে গত ২৪ ঘন্টায় কমেছে শনাক্ত সংখ্যা। শনিবারের তথ্যমতে ২৪ হাজার ৪৮ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৮৩ জনের। শনাক্তের হার ২৩.১৫ শতাংশ।

শুক্রবার (২ এপ্রিল) এ সংখ্যা ছিল দেশের সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনের। 

মৃত ৫৮ জনেরই মৃত্য হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ২০ জন। অঞ্চলভেদে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ঢাকায়-৩৯ জন। 

ঢাকা: ৩৯
চট্টগ্রাম: ১২
খুলনা: ৩
ময়মনসিংহ: ১
রংপুর : ১

মৃতদের মধ্যে ৩৪ জন ছিলেন ষাটোর্ধ্ব। ৫-৬০ বছর বয়সী ১৬ জন ও আটজন ৩১-৫০ বছর বয়সী। 
 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত