কাজ করছে টিকা, করোনা সংক্রমণের হার অর্ধেক
কাজ করছে টিকা, করোনা সংক্রমণের হার অর্ধেক
![]() |
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ সংস্থার (ইসিডিসি) প্রধান এন্ড্রু আমন সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে থাকতে পারে করোনা। গেল মাসে বিশ্বে সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিভিন্ন দেশে টিকা দেওয়ার কাজ শুরু হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও প্রাণঘাতী ভাইরাস নিয়ে সতর্ক করলেন তিনি।
গেল শুক্রবার এক সাক্ষাৎকারে ইউরোপীয় দেশগুলোকে করোনা প্রতিরোধী পদক্ষেপসমূহ বন্ধ না করার আহ্বান জানান এন্ড্রু আমন। তিনি বলেন, মারণ ভাইরাসটি আমাদের সঙ্গে থেকে যাবে-এ ভেবেই প্রস্তুতি নিতে হবে। টিকা আরো উন্নত করতে হবে। এজন্য বিশেষজ্ঞদের কাজ করতে হবে।
২০১৯ সালের শেষদিকে চীন থেকে প্রাদুর্ভাব ঘটে করোনার। এরপর দ্রুত তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। গেল এক বছর আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠায় দিনাতিপাত করেন বিশ্ববাসী। তবে শেষদিকে সুখবর দেন বিজ্ঞানীরা। আবিষ্কার করেন টিকা। দ্রুত তা দেওয়া শুরু হয়।
এরপর গেল মাসে করোনা সংক্রমণের হার ৪৪.৫ শতাংশ কমে আসে। কোভিড-১৯ এ এখন পর্যন্ত বিশ্বে ১০ কোটি ৭০ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন প্রায় ২৪ লাখ মানুষ।
রোগ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সব দেশ যদি দ্রুত এবং সমভাবে টিকা না পায়, তাহলে এ মহামারির অবসান ঘটবে না। মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা বলছেন, সম্পদশালী দেশগুলোতে টিকা মজুদ করা হচ্ছে। তাই বৈশ্বিক পর্যায়ে করোনা নিয়ন্ত্রণে কয়েক বছর লেগে যেতে পারে।

আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত