মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাজ করছে টিকা, করোনা সংক্রমণের হার অর্ধেক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২১

কাজ করছে টিকা, করোনা সংক্রমণের হার অর্ধেক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ সংস্থার (ইসিডিসি) প্রধান এন্ড্রু আমন সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে থাকতে পারে করোনা। গেল মাসে বিশ্বে সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিভিন্ন দেশে টিকা দেওয়ার কাজ শুরু হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও প্রাণঘাতী ভাইরাস নিয়ে সতর্ক করলেন তিনি।

গেল শুক্রবার এক সাক্ষাৎকারে ইউরোপীয় দেশগুলোকে করোনা প্রতিরোধী পদক্ষেপসমূহ বন্ধ না করার আহ্বান জানান এন্ড্রু আমন। তিনি বলেন, মারণ ভাইরাসটি আমাদের সঙ্গে থেকে যাবে-এ ভেবেই প্রস্তুতি নিতে হবে। টিকা আরো উন্নত করতে হবে। এজন্য বিশেষজ্ঞদের কাজ করতে হবে। 

২০১৯ সালের শেষদিকে চীন থেকে প্রাদুর্ভাব ঘটে করোনার। এরপর দ্রুত তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। গেল এক বছর আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠায় দিনাতিপাত করেন বিশ্ববাসী। তবে শেষদিকে সুখবর দেন বিজ্ঞানীরা। আবিষ্কার করেন টিকা। দ্রুত তা দেওয়া শুরু হয়।   

এরপর গেল মাসে করোনা সংক্রমণের হার ৪৪.৫ শতাংশ কমে আসে। কোভিড-১৯ এ এখন পর্যন্ত বিশ্বে ১০ কোটি ৭০ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন প্রায় ২৪ লাখ মানুষ।

রোগ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সব দেশ যদি দ্রুত এবং সমভাবে টিকা না পায়, তাহলে এ মহামারির অবসান ঘটবে না। মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা বলছেন, সম্পদশালী দেশগুলোতে টিকা মজুদ করা হচ্ছে। তাই বৈশ্বিক পর্যায়ে করোনা নিয়ন্ত্রণে কয়েক বছর লেগে যেতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত