বিশ্বে একদিনেই ১৩ হাজারের বেশি প্রাণহানি
বিশ্বে একদিনেই ১৩ হাজারের বেশি প্রাণহানি
![]() |
করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার মধ্যেই কিছু দেশে চলছে গণটিকাদান। আর এরই মধ্যে ফের লাফিয়ে বাড়লো করোনায় প্রাণহানি। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযাযী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আরও ১৩ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৫৪০ জন এবং মারা গেছেন ১৭ লাখ ৮৯ হাজার ৯০৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৫৯৬ জন।
যুক্তরাষ্ট্র-
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম করোনার নতুন ধরনে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলো। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন তিন লাখ ৩৮ হাজার ৫৬১ জন।
ভারত-
ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৪৪ হাজার ৮৫২ জন, মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৪৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৩৪ হাজার ১৪১ জন।
ব্রাজিল-
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৬৩ হাজার ৫৫১ জন, মারা গেছেন এক লাখ ৯২ হাজার ৬৮১ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৫৪ হাজার ১১১ জন।
মেক্সিকো-
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৮৪৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৫২৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৮ হাজার ৪২৯ জন।
অন্যান্য-
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
চীন-
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭২০ জন, মারা গেছেন চার হাজার ৭৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৫৮৬ জন।
বাংলাদেশ-
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৫০৯ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত