মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ার বাইরে বেলারুশে রুশ টিকার প্রয়োগ শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক

০০:১৪, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ০০:১৮, ৩০ ডিসেম্বর ২০২০

রাশিয়ার বাইরে বেলারুশে রুশ টিকার প্রয়োগ শুরু

ইউরোপের দেশ বেলারুশে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক-৫’ প্রয়োগ শুরু হয়েছে। রাশিয়ার বাইরে ‘স্পুটনিক-৫’ ব্যবহারকারী প্রথম দেশ হিসেবে বেলারুশ মস্কোর তৈরি টিকার ব্যবহার শুরু করলো।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, বেলারুশে টিকার প্রথম চালান পৌঁছেছে। তবে কতো ডোজ টিকা গেছে, সে তথ্য প্রকাশ করেনি আরডিআইএফ। বেলারুশের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকেরা বেলারুশে সবার আগে টিকা পাবেন।

বেলারুশে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।

গত আগস্ট মাসে বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনার টিকার নিবন্ধনের ঘোষণা দেয় রাশিয়া। তবে টিকাটি অনুমোদনের আগে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এতো উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্বের বিশেষজ্ঞরা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত