শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন: কার ঘরে গেলো কোন পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:০৫, ১০ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:১৩, ১০ জানুয়ারি ২০২১

১৫৭৯

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন: কার ঘরে গেলো কোন পুরস্কার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি (রবিবার)। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠিত হয়ে গেলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। স্বাগতিক বাংলাদেশ ছাড়া ইথিওপিয়া, ফ্রান্স, কেনিয়া, বাহরাইন, মরক্কো, ইউক্রেন, বেলারুশ, মালদ্বীপ, নেপালসহ ২০০টি দেশের অ্যাথলেট এতে অংশ নেন।
    
দূরপাল্লার এ দৌড় সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে সমাপ্ত হয় হাতিরঝিলে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের ছাড়াও আধিপত্য দেখিয়েছে মরক্কো, কেনিয়া ও ইথিপিওয়ার অ্যাথলেটরা। 

করোনা মহামহারিতে গত বছর বৈশ্বিকভাবে অনেক ইভেন্ট আয়োজন করা যায়নি। সেক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ হয়ে থাকলো বাংলাদেশ। এর মধ্যে বছরের প্রথম আন্তর্জাতিক বড় প্রতিযোগিতা আয়োজন করলো লাল-সবুজের দেশ।

ম্যারাথনে এলিট ক্যাটাগরিতে ২ ঘণ্টা ১০ মিনিট ৪০ সেকেন্ডে ট্র্যাক শেষ করে ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মরক্কোর হিশাম লাকোহি। ১১ সেকেন্ড অতিরিক্ত সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন দেশটির আজিজ লামবাভি। তৃতীয় কেনিয়ার জ্যাকব কিভেটের ট্র্যাক শেষ করতে ২ ঘণ্টা ১৩ মিনিট ১২ সেকেন্ডে সময় লেগেছে।একই ক্যাটাগরিতে মেয়েদের মধ্যে কেনিয়ার অ্যাঞ্জেলা জিম আসুন্দে প্রথম স্থান দখল করেন। ২ ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ডে ট্র্যাক শেষ করে তিন মিনিটেরও বেশি এগিয়ে ছিলেন তিনি। ইথিপিওয়ার ফান্তু এথিসা জিম্মা ২ ঘণ্টা ৩২ মিনিট ৩১ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। দেশটির বিরুপ তাহিত এসেতু দিগাফফা তৃতীয় স্থান অর্জন করতে ২ ঘণ্টা ৩৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নেন।

ছেলেদের সাফ ক্যাটাগরিতে ৮ দেশের মধ্যে আধিপত্য দেখিয়েছে ভারত। ভারতীয় বাহাদুর সিং ২ ঘণ্টা ১১ মিনিট ৩৪ সেকন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। একই ক্যাটাগরিতে মেয়েদের মধ্যে নেপালের পুষ্পা ভান্ডারি ২ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। 

এদিকে বাংলাদেশি রানার্স বিভাগে ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ফারদিন মিয়া। বাকিদের চেয়ে প্রায় ৩৭ মিনিট এগিয়ে ছিলেন তিনি। ২ ঘণ্টা ৯ মিনিট ২ সেকেন্ডে পৌঁছে যান গন্তব্যে। ২ ঘণ্টা ৪৮ মিনিট ৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান দখল করেন কামরুল হাসান। অপরদিকে, ২ ঘণ্টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন ফিরোজ খান।

হাফ ম্যারাথনের দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন কেনিয়ার এডউইন কিপরভ। তার সময় ১ ঘণ্টা ৪ মিনিট ১১ সেকেন্ড। একই বিভাগে মেয়েদের এলিট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দেশটির নাউম জেবেথ। ১ ঘণ্টা ১৪ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে এ অ্যাথলেট সেরা স্থান দখল করেন।হাফ ম্যারাথন বাংলাদেশি রানার ইভেন্টে ১ ঘণ্টা ১৫ মিনিট ১৬ সেকেন্ড ধরে দৌড়ে প্রথম হয়েছেন মো. সোহেল রানা। ইলাহি সর্দার দ্বিতীয় হতে সময় নেন ১ ঘণ্টা ১৬ মিনিট ২০ সেকেন্ড। তৃতীয় স্থান অধিকারকারী আল আমিন ১ ঘণ্টা ১৬ মিনিট ৩০ সেকেন্ড সময় নেন।

দেশীয় রানার মেয়েদের ইভেন্টে পাপিয়া খাতুন প্রথম স্থান অর্জন করতে সময় নেন ১ ঘণ্টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন সুমি আক্তার, ১ ঘণ্টা ৫০ মিনিট ২ সেকেন্ড সময় লেগেছে তার। তৃতীয় হয়েছেন সারওয়াত পারভিন। তিনি ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে গন্তব্যে পৌঁছান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজ আহমেদ এবং উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা। এরপরই সমাপনী বক্তব্যে এ আন্তর্জাতিক ম্যারাথন নিয়মিতভাবে আয়োজনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। সেই লক্ষ্যে আগামীর অ্যাথলেটদের এখন থেকে প্রস্তুতিও নিতে বলেছেন তিনি। 

একই সময়ে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরীসহ আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উল্লেখ্য, মুজিববর্ষে ১০ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় এ আয়োজন হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank