বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্যারিসে পৌঁছেছে অলিম্পিক পতাকা

স্পোর্টস ডেস্ক

১৬:৩৩, ১০ আগস্ট ২০২১

১৩৮৩

প্যারিসে পৌঁছেছে অলিম্পিক পতাকা

২০২৪ সালের পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। তার আগে টোকিও থেকে অলিম্পিকের পতাকা প্যারিসে নিয়ে গেছেন শহরের মেয়র আনে হিডালগো। 

প্যারিসের চার্লস ডি গলে বিমানবন্দরে অলিম্পিকের পতাকা আসার পর সেখানে ফ্রান্সের অলিম্পিক পদক বিজয়ী অনেক এ্যাথলেটই উপস্থিত ছিলেন। এ সময় হিডালগো বলেন বিষয়টি সত্যিই বেশ আবেগের। 

রবিবার (৮ আগস্ট)টোকিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে অলিম্পিকের পতাকা গ্রহণ করেন। 

হিডালগো বলেন, ‘এই পতাকার অর্থ হচ্ছে প্যারিস গেমস আসছে এবং এজন্য আমাদের হাতে মোটেই সময় নেই। সময় খুব দ্রুত চলে যায়। করোনা মহারামীর কারনে টোকিও গেমস অনেক প্রতিবন্ধকতার মধ্যে আয়োজিত হয়েছে। আইওসি আমাদের দেশের ব্যপারে খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’

তিনি আরো জানিয়েছেন অলিম্পিকের প্রস্তুতিতে তারা জাপানের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখবে। 

প্যারিসের সিটি হলে অলিম্পিক পতাকা উত্তোলন করা হবে। এরপর আইফেল টাওয়ারের কাছে ট্রোকাডেরো স্কোয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে সর্বসাধারণের জন্য পতাকাকে স্বাগত জানানোর ব্যবস্থা থাকবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank