৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড
৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড
মিরপুরের এই উইকেটে টিকে থাকা কঠিন ব্যাটারদের জন্য। চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ব্যাটাররা যেমন পারেননি, পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটাররাও। মধ্যাহ্নভোজের পর এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছেন কিউইরা।
বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৪ রান।
ম্যাচ জিততে সফরকারীদের আরও ৯৩ রান দরকার। ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসের পাশাপাশি দলের ভরসা হতে পারেননি কেন উইলিয়ামসনও। শরিফুল ইসলাম বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। এই বাঁহাতি পেসার ২ রানে ফেরান কনওয়েকে।
এর পর তাইজুলের বলে স্টাম্পড হয়েছেন কিউইদের সেরা ব্যাটার উইলিয়ামসন। ১১ রান করেছেন তিনি।
২৪ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন হেনরি নিকোলাস। এর পর আউট হয়ে ফিরে গেছেন লাথাম ও টম ব্লান্ডেল। ব্যাটিং আছেন ডারিল মিচেল ও ফিলিপস।
৩৩ রানে নিকোলাসকে এলবিডাব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। কিউইদের ভরসা দিচ্ছেন লাথাম। ২৪ রানে অপরাজিত আছেন তিনি। কতক্ষণ থাকতে পারে, সেটার ওপর এই টেস্টে কিউইদের ভাগ্য অনেকটা নির্ভর করছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান