মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১ || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৪:০০, ৯ ডিসেম্বর ২০২৩

৩১১

৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

মিরপুরের এই উইকেটে টিকে থাকা কঠিন ব্যাটারদের জন্য। চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ব্যাটাররা যেমন পারেননি, পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটাররাও। মধ্যাহ্নভোজের পর এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছেন কিউইরা।

বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৪ রান।

ম্যাচ জিততে সফরকারীদের আরও ৯৩ রান দরকার। ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসের পাশাপাশি দলের ভরসা হতে পারেননি কেন উইলিয়ামসনও। শরিফুল ইসলাম বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। এই বাঁহাতি পেসার ২ রানে ফেরান কনওয়েকে।

এর পর তাইজুলের বলে স্টাম্পড হয়েছেন কিউইদের সেরা ব্যাটার উইলিয়ামসন। ১১ রান করেছেন তিনি।
২৪ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন হেনরি নিকোলাস। এর পর আউট হয়ে ফিরে গেছেন লাথাম ও টম ব্লান্ডেল। ব্যাটিং আছেন ডারিল মিচেল ও ফিলিপস।

৩৩ রানে নিকোলাসকে এলবিডাব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। কিউইদের ভরসা দিচ্ছেন লাথাম। ২৪ রানে অপরাজিত আছেন তিনি। কতক্ষণ থাকতে পারে, সেটার ওপর এই টেস্টে কিউইদের ভাগ্য অনেকটা নির্ভর করছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank