অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:০০ পিএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার  

মিরপুরের এই উইকেটে টিকে থাকা কঠিন ব্যাটারদের জন্য। চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ব্যাটাররা যেমন পারেননি, পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটাররাও। মধ্যাহ্নভোজের পর এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছেন কিউইরা।

বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৪ রান।

ম্যাচ জিততে সফরকারীদের আরও ৯৩ রান দরকার। ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসের পাশাপাশি দলের ভরসা হতে পারেননি কেন উইলিয়ামসনও। শরিফুল ইসলাম বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। এই বাঁহাতি পেসার ২ রানে ফেরান কনওয়েকে।

এর পর তাইজুলের বলে স্টাম্পড হয়েছেন কিউইদের সেরা ব্যাটার উইলিয়ামসন। ১১ রান করেছেন তিনি।
২৪ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন হেনরি নিকোলাস। এর পর আউট হয়ে ফিরে গেছেন লাথাম ও টম ব্লান্ডেল। ব্যাটিং আছেন ডারিল মিচেল ও ফিলিপস।

৩৩ রানে নিকোলাসকে এলবিডাব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। কিউইদের ভরসা দিচ্ছেন লাথাম। ২৪ রানে অপরাজিত আছেন তিনি। কতক্ষণ থাকতে পারে, সেটার ওপর এই টেস্টে কিউইদের ভাগ্য অনেকটা নির্ভর করছে।