বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২২

৫১৪

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হওয়া  ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়োজিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উপমহাদেশের আরেক দল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড।  

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সিরিজের পুর্নাঙ্গ সূচি ঘোষনা করেছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের প্রস্তুতি হিসেবে আয়োজিত  সিরিজটি  রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায়  প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। 

৯ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা। 
এরপর ১২ অক্টোবর ফিরতি পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকলা ৮টায়। 

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ১৪ অক্টোবর হবে ফাইনাল। 

ত্রিদেশীয় সিরিজের সূচি
৭ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
৮ অক্টোবর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (দুপুর-১২টা)
৯ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ (দুপুর-১২টা)
১১ অক্টোবর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
১২ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
১৩ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)
১৪ অক্টোবর : ফাইনাল, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা) 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank