রোববার   ২৮ এপ্রিল ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ || ১৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ চেলসির

স্পোর্টস ডেস্ক

১০:০৮, ৩০ মে ২০২১

৪২০

ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ চেলসির

এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে হেরে বাদ পড়ে ম্যানচেস্টার সিটি। পরবর্তীতে হেরে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও৷ এবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি করলো চেলসি। 

পর্তুগিজ ক্লাব পোর্তোর মাঠে হওয়া ফাইনালে ম্যানসিটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। শিরোপা নির্ধারণী গোলটি আসে কাই হাভার্টের পা থেকে। 

গতবছর প্যারিস সেইন্ট জার্মেইকে নিয়ে ফাইনাল পর্যন্ত গেছেন থমাস টুখেল। এবার ভঙ্গুর অবস্থায় থাকা চেলসির দায়িত্ব নিয়ে দলটিকে বানালেন চ্যাম্পিয়ন। 

ডিসেম্বরে লেম্পার্ডের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর থেকেই ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন টুখেল। লিগে ৮ নম্বর থেকে এনেছেন শীর্ষ চারে। এফএ কাপে ফাইনালে নিয়ে গেছেন দলকে। আর কাল তো মাথা দিলেন সেরা সাফল্যের মুকুট। 

যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে চেলসি। পুরো সময় নিজেদের উজাড় করে দিয়েছেন কান্তেরা। ৩৯ মিনিটে ইনজুরিতে পড়ে থিয়াগো সিলভা মাঠ ছাড়লেও মনোবল হারায়নি দল৷ উল্টো তিন মিনিটের মাথা গোল পায় ব্লুজরা৷ 

ম্যানসিটির আঁটসাঁট ডিফেন্স চিরে বল পাঠান ম্যাসন মাউন্ট৷ গোল বাঁচানে এডারসন সামনে আসলেও তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান কাই হাভার্ট৷ মজার বিষয় হলো চ্যাম্পিয়ন্স লীগে এটি তার প্রথম গোল! 

দ্বিতীয়ার্ধেও নিজেদের সেরাটা দিয়েছে চেলসি। বল দখলে সিটি এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে পারেনি৷ পুরো ম্যাচে জালে শট নিয়েছে মাত্র ১ টি। এছাড়া ৬০ মিনিটে ইনজুরিতে পড়ে ডি ব্রুইন মাঠ ছাড়লে মানসিকভাবে হেরে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। 

অন্যদিকে ২০১২ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে চেলসি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank