রোববার   ১১ মে ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২ || ১১ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন 

স্পোর্টস ডেস্ক

২২:০৬, ২১ আগস্ট ২০২৩

বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন 

নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে স্পেন। বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।

রোববার অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্পেনের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমনা।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে স্পেনের নারী ফুটবল দল পেয়েছে ৪.২৯ মিলিয়ন ডলার। গত বছর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। ছেলেদের পুরস্কার মূল্যের ১০ ভাগের এক ভাগ পেয়েছেন নারী ফুটবলাররা। 

নারী বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করে ইউরোপীয় ফুটবলের প্রধান পাঁচ শক্তিশালী দেশ ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি। 

এই পাঁচ দেশের টেলিভিশন চ্যানেলগুলো নারী বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে ফিফাকে এক মিলিয়ন ডলার থেকে ১০ মিলিয়ন ডলার দেয়।

অথচ ছেলেদের বিশ্বকাপের সময় ১০০ মিলিয়ন ডলার থেকে ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত থাকে চ্যানেলগুলো। 

এব্যাপারে ফিফার টেকনিক্যাল কমিটির প্রধান জিল এলিস বলেছেন, টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে আমাদের যথেষ্ট দরদাম করতে হয়েছে। প্রথমে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা মানা খুব কঠিন ছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank