মঙ্গলবার   ১৪ মে ২০২৪ || ৩১ বৈশাখ ১৪৩১ || ০৪ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক

১১:১৪, ১৯ আগস্ট ২০২৩

২৮৬

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

দেড় বছরের চুক্তিতে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মাইয়োতে যোগ দিলের বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।

কয়েক মাস আগে থেকে এই দলটির সাথে আলোচনা হচ্ছিল জামালের। তবে বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলেননি তিনি। এরই মধ্যে বাংলাদেশি ক্লাব শেখ রাসেল জানিয়েছিল আগামী মৌসুমেও তাদের ডেরাই থাকছেন জামাল ভুঁইয়া।

এক ভিডিও বার্তায় সব পরিষ্কার করলেন জামাল। আর্জেন্টিনার ক্লাবের সাথে চুক্তির বিষয়টা জানিয়েছেন তিনি। KSRM
আনুষ্ঠানিকভাবে শুক্রবার বাংলাদেশ সময় রাতে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল দে মায়োর সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।

এই দলে প্রতি মাসে পারিশ্রমিক পাবেন ১৩ হাজার ডলার।

ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামাল বলেন, ‘আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে।’

এদিকে, শেখ রাসেলের সাখে সম্পর্ক না চুকিয়ে অন্য ক্লাবে যোগ দেয়ায় আইনি ঝামেলায়ও পড়তে পারেন জামাল ভুঁইয়া।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank