জামালকে আর্জেন্টাইন জার্সি দিয়ে গেলেন এমিলিয়ানো
জামালকে আর্জেন্টাইন জার্সি দিয়ে গেলেন এমিলিয়ানো
![]() |
বাংলাদেশে ফুটবলে সবচেয়ে বেশি ভালোবাসা পায় লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। তিন যুগ পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ঢাকায় এসেছিলেন। গত ৩ জুলাই তার সংক্ষিপ্ত সফর ছিল মাত্র ১১ ঘণ্টার।
তার এই সফরটি নানা কারণে এখনো আলোচনায়। ক্রীড়াপ্রেমী ও সমালোচকদের ব্যবচ্ছেদে বিশ্বচ্যাম্পিয়ন তারকার সফরে সবচেয়ে কটু হয়ে ধরা পড়েছে একই সময়ে বিমানবন্দরে থেকেও বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ করে না দেওয়া।
তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ছবি ভেসে বেড়াচ্ছে। জামাল মার্তিনেজের গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। মার্তিনেজ যে তার সঙ্গে দেখা করেননি, এটাও। আবেগপ্রবণ ফুটবল ভক্তরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
এই খবর মার্তিনেজ পেয়েছেন কলকাতায় যাওয়ার পর। যার মাধ্যমে উপমহাদেশ সফরে এসেছেন সেই শতদ্রু দত্তর কাছ থেকে। শতদ্রু ফেসবুক থেকেই জেনেছেন কাহিনি।
ঢাকা সফরে মার্তিনেজকে লোকচক্ষুর আড়ালে রাখার কারণে এমনিতেই সমালোচনা হচ্ছে। তার ওপর ওই জামাল-বিতর্ক। শতদ্রু চাইলেও এখন জামালকে মার্তিনেজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন না। শতদ্রু দত্ত তাই জামাল ভূঁইয়ার মনটা ভালো করতে বিকল্প একটা উদ্যোগ নিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেজের একটা জার্সিতে অটোগ্রাফ নিয়ে তা রেখে দিয়েছেন জামালের জন্য। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। তার সঙ্গে দেখা করতে না পেরে জামালের মন খারাপ তো হয়েছেই, একটু অপমানও বোধ করে থাকতেই পারেন। সেটা বুঝেই কি এমিলিয়ানো মার্তিনেজ জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগে লিখেছেন, ‘চিয়ার্স, জামাল।’

আরও পড়ুন
- বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- ফিরে যাচ্ছেন সাকিব
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান - ঠিক হলো এল ক্লাসিকোর দিনক্ষণ
- ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান