বুধবার   ০২ জুলাই ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২ || ০৪ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলংকা সফরেও ব্যাটিং পরামর্শক জন লুইস

স্পোর্টস ডেস্ক

১৩:১৩, ৬ এপ্রিল ২০২১

শ্রীলংকা সফরেও ব্যাটিং পরামর্শক জন লুইস

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেয়েছিলেন জন লুইস। সর্বশেষ সফরের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল হতাশার। তারপরও এই ইংলিশ কোচের উপর ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে মুমিনুল হকদের ব্যাটিং পরামর্শক হিসেবে জন লুইসকে দায়িত্ব দিচ্ছে বিসিবি। এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। এর আগে কলম্বোতে কাজের অভিজ্ঞতাই হয়তো তাকে আরেকটি সুযোগ করে দিচ্ছে।

তিনি বলেন, আপাতত শ্রীলংকা সফরে তাকে দায়িত্বে রাখা হচ্ছে। তারপর আমরা তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। 

নিল ম্যাকেঞ্জি পদত্যাগের পর বাংলাদেশ চুক্তি করে ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে। কিন্তু সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটারও সরে পড়ায় ডাক পড়ে জন লুইসের। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank