শনিবার   ০৯ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক

১১:৫৫, ২৮ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:৫৬, ২৮ জানুয়ারি ২০২১

৩২৫২

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নৈপুণ্য দেখিয়ে বিশ্বসেরাদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বোলাররা। পাশাপাশি দলকেও র‌্যাংকিংয়ে এগিয়ে নিয়ে গেছেন তারা। ওয়ানডে র‌্যাংকিংয়ে টাইগাররা ৭ নম্বরে উঠে এসেছে।

উইন্ডিজ সিরিজের আগে ভুগতে থাকা মেহেদি হাসান মিরাজ চমৎকার পারফরম্যান্স করে বোলারদের র‌্যাংকিংয়ে উঠে এসেছেন চার নম্বরে। ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচে ২.৭ ইকোনোমি রেটে ৭ উইন্ডিজ উইকেট দখল করেছেন এ অলরাউন্ডার। দেশের কোনো বোলারের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং এটি।

সেরা দশে আছেন কাটার সেনসেশন মোস্তাফিজুর রহমানও। তিনি ৮ নম্বর অবস্থানে রয়েছেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে শীর্ষস্থান পাকাপোক্ত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওডিআই র‌্যাংকিংয়ে বোলিংয়ে তিনি আছেন ১৩ নম্বরে।

করোনা বিরতির ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অভাবনীয় সাফল্য পেয়েছে রাসেল ডোমিঙ্গোর বাংলাদেশ দল। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের জন্য মূল্যবান ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে তামিম-সাকিবরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank