মানুষ বোঝে আসলে এটা সাংবাদিকতা না: পাপন
মানুষ বোঝে আসলে এটা সাংবাদিকতা না: পাপন
![]() |
ঢাকা টেস্ট চলাকালীন প্রথমদিন 'হ্যান্ডেলড দ্য বল' আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। ওই আউটের পর বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটারকে 'ফিক্সার' সন্দেহ করে প্রতিবেদন প্রকাশ করে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি।
প্রতিবেদন প্রকাশের দুই দিন পর আজ শনিবার মুশফিকুর রহিম আইনিজীবির মাধ্যমে আইনি নোটিশ পাঠান উক্ত টেলিভিশন চ্যানেলকে। গত দুইদিন এ নিয়ে চুপ থাকলেও আজ ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন, বিসিবি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এরা ক্রিকেটের ধ্বংস করার জন্য কথা বলছে উল্লেখ করে পাপন বলেন, ‘একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেত। গ্রহণযোগ্য ছিল। আমি জানি না, আপনারা তো সাংবাদিক খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে মানুষ কিন্তু উল্টা কথাও বলছে। এরা কিন্তু ক্রিকেটের ধ্বংস করার জন্য কথা বলছে। এই রকম কথাও বলছে কন্টিনিয়াসলি। আমরা তো এই জিনিসটাই চাচ্ছি, আমরা এর জন্য অপেক্ষায়। তারপর বিসিবির যা করার তা তো করবেই।’
এটা সাংবাদিকতা না উল্লেখ করে পাপন আরও বলেন, ‘উদারতা না, রিয়েলিটি মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। সবকিছুর একটা লিমিট আছে। যখন লিমিটটা ক্রস করে যায় তখন মানুষ বুঝে আসলে এটা সাংবাদিকতা না।’

আরও পড়ুন
- বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- ফিরে যাচ্ছেন সাকিব
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান - ঠিক হলো এল ক্লাসিকোর দিনক্ষণ
- ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান