শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগারদের প্রধান কোচ হিসেবে ফিরছেন হাথুরুসিংহে!

স্পোর্টস ডেস্ক

১৯:২৪, ৩১ জানুয়ারি ২০২৩

৬০৯

টাইগারদের প্রধান কোচ হিসেবে ফিরছেন হাথুরুসিংহে!

আবারো বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরতে পারেন চন্ডিকা হাথুরু সিংহে। বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর  জায়গায় দায়িত্ব পেতে পারেন সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল  নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে  সরে দাঁড়ানো হাথুরু। ধারনা করা হচ্ছে ২০১৪-২০১৭ সালে দায়িত্ব পালন করা হাথুরু আবারো ফিরতে যাচ্ছে প্রধান কোচ হিসেবে। তার মতো কঠোর ও আক্রমনাত্মক চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাথরুর চলে যাবার পর দায়িত্ব পালন করা  স্টিভ রোডস (২০১৮ থেকে ২০১৯ সাল) এবং ডোমিঙ্গো (২০১৯ থেকে ২০২২ সাল) অনেকটা শান্ত স্বভাবের বলে   প্রকাশ্যেই মন্তব্য করেছিল   দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থাটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন  ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দেয়া হবে।

সিলেটে সাংবাদিকদের পাপন বলেন, ‘কোচ আসবে। আমি জানি না হাথুরু না অন্য কেউ, বিসিবি এখনও ঘোষণা করেনি, কিন্তু আপনারা দেখবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা একজন ফুল টাইম কোচ চাই। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ কোচই দৈনিক ভিত্তিতে কাজ করতে আগ্রহী ছিলো। যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা একজন ফুল টাইম কোচ পেয়েছি এবং অবশ্যই ইংল্যান্ড সিরিজের আগে (১ মার্চ থেকে শুরু) আসবে। আমি বলবো না কে হবে। এখানে ১৮-২০ ফেব্রুয়ারি আসবে সে।’

নিউ সাউথ ওয়েলসের সাথে দ্বিতীয়বারের মেয়াদ শেষ করেছেন সাবেক শ্রীলংকার সাবেক  ক্রিকেটার হাথুরু। প্রথমবার বাংলাদেশের সাথে যুক্ত হবার আাগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সাথে কাজ করেছিলেন তিনি।

এক বিবৃতিতে এনএসডব্লিউ-এর পুরুষ ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার বলেন, ‘গত কয়েক বছর ধরে চন্ডি ক্রিকেট এনএসডব্লিউ, দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারের জন্য দুর্দান্ত অবদান রেখেছেন এবং তার চলে যাওয়াতে আমরা ব্যথিত।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পেরেছি  তিনি জাতীয় দলের  কোচিং করাতে চান। কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য তার প্রতি শুভকামনা থাকলো।’
ধারনা করা হচ্ছে, বাংলাদেশ পুরুষ দলের টেস্ট এবং ওয়ানডের প্রধান কোচের দায়িত্ব নিবেন হাথুরুসিংহে এবং টেকনিক্যাল পরামর্শক হিসাবে কাজ চালিয়ে যাবেন শ্রীধরন শ্রীরাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক হিসাবে অস্থায়ীভাবে কাজ করেছিলেন শ্রীরাম। তার ভূমিকায় খেলোয়াড়রা খুশি থাকায়  বিসিবি তাকে রেখে দিচ্ছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank