মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শতকেই সব শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

২৩:৫০, ১৬ জুন ২০২২

৮২২

শতকেই সব শেষ বাংলাদেশের

দিন শেষ হওয়ার আগেই ইনিংস শেষ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হলো টাইগাররা। 

চার বছর আগ ২০১৮ সালের সফরে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সাকিবের ৫১ রানে কোন মতে পার হলো একশ’ রানের বৃত্ত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৬ রানে মাহমুদুল জয়, নাজমুল শান্ত ও মুমিনুল হক শূন্য করে ফিরে যান। তামিম এবং লিটন দাস ওই ধাক্কা সামলানোর চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারেননি।

তামিম ২৯ রান করে লেগ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে আউট হন। পরের ওভারেই ফিরে যান লিটন দাস (১২) ও নুরুল হাসান (০)। সাকিব একা লড়াই করার চেষ্টা করলেও অন্যরা তাকে সঙ্গ দিতে পারেননি। 

মিরাজ মধ্যাহ্ন ভোজের পরই ফিরে যান (২)। এরপর মুস্তাফিজ আউট হন শূণ্য রানে। দ্বিতীয় সেশনের শুরুতে মাত্র ৩২.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনজুরি থেকে ফিরেই শুরুর দুই উইকেট নেন কেমার রোচ। তিনটি করে উইকেট নিয়েছেন জাইডেন সিলস ও আলজারি জোসেপ। এছাড়া কাইল মায়ার্স নিয়েছেন দুই উইকেট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank