শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন পান্ডিয়ার গুজরাট

স্পোর্টস ডেস্ক

০০:৪৪, ৩০ মে ২০২২

আপডেট: ০০:৪৬, ৩০ মে ২০২২

৫৫৫

অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন পান্ডিয়ার গুজরাট

আইপিএলে নিজেদের অভিষেক আসরেই বাজিমাত করল গুজরাট টাইটান্স। প্রথমবারের মতো অংশ নিয়েই শিরোপা জিতেছে দলটি।

বোববার (২৯ মে) আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে নবাগত দলটি। 

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে তার সিদ্ধান্তের সঠিক মূল্যয়ন করতে পারেননি দলের ব্যাটাররা। গুজরাটের বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ গড়ে রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শুভমাল গিলের ব্যাটে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। আইপিএলের ১৫তম আসরে প্রথমবারের মতো যুক্ত হয়েই আহমেদাবাদের দলটি শিরোপা স্বাদ নিলো।

মূলত ১২০ বলের ম্যাচে ১৩১ রানের টার্গেট পেয়েই চ্যাম্পিয়ন হওয়ার বার্তা পেয়ে যায় গুজরাট। যদিও শুরুতেই উইকেট হারিয়ে বসে দলটি। তবে ওপেনার শুভমান গিলের সাথে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জুটিতে জয়ের ভীত গড়ে দলটি। শেষ দিকে পান্ডিয়া আউট হলেও ডেভিট মিলারকে সাথে নিয়ে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেন শুভমান গিল।

পান্ডিয়া ৩০ বলে ৩৪ রান করেন। যেখানে ৩টি চারের সাথে একটি বিশাল ছক্কার মার ছিল। এছাড়া ওপেনার শুভমান গিল ৪৩ বলে অপরাজিত ৪৫ রান করেন। তার এ ইনিংসেও ৩টি চার ও একটি ছক্কা ছিল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিট মিলার। ১৯ বলের ইনিংসে ৩টি চার ও এক ছক্কায় ৩২ রান করেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank