শুক্রবার   ০৩ মে ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১ || ২২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধের হুমকি গুগলের

সাই-টেক ডেস্ক

১৩:০০, ২৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১৩:১০, ২৩ জানুয়ারি ২০২১

৫৬৫

অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধের হুমকি গুগলের

অস্ট্রেলিয়ান সংবাদ প্রকাশ করলে গণমাধ্যমগুলোকে আয়ের কিছু অংশ দেয়ার বিধান রেখে নতুন আইন জারি করতে যাচ্ছে দেশটি। এ বিলের প্রতিবাদে এখন অস্ট্রেলিয়ায় নিজেদের সার্চ ইঞ্জিন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে গুগল। 

বিশ্বের প্রথম দেশ হিসেবে গুগল, ফেসবুকের পাশপাশি অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এমন আইন তৈরি করেছে অস্ট্রেলিয়া। আইন পাস হওয়ার পর আগের কোন চুক্তি না থাকলে সংবাদের গুরুত্ব হিসেবে গণমাধ্যমকে টাকা দিতে হবে গুগল বা ফেসবুকের। 

কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুগল বলছে, তারা এমন সিদ্ধান্তের বিষয়ে লড়াই করবেন। এ প্রসঙ্গে গুগল অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেল সিলভা বলে, যদি বিল পাস হয় তবে অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধ করা ছাড়া আমাদের আর উপায় থাকবে না। 

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কল মরিসন বলেন, গুগলের হুমকিতের কর্ণপাত করছেন না তাদের আইন প্রণেতারা। সংসদে এ বছরই বিলটি পাস হবে। 

অন্যান্য দেশে আইন না হলেও সংবাদ প্রকাশে চাপের মুখে পড়ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ফ্রান্সের গণমাধ্যমগুলোর সাথে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক ঐতিহাসিক চুক্তি করেছে গুগল।  

যদিও অস্ট্রেলিয়া গুগলের বড় বাজার নয়, তবে এটাকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রক করার পরীক্ষামূলক আইন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত