সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৫ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৬:৪৪, ২৯ এপ্রিল ২০২৩

৪৬৪

চট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া বলেন, দুপুর পৌনে ১টা নাগাদ অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়। সবগুলো ইউনিট ২ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। টায়ার পোড়া কালো ধোঁয়ায় আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

এদিকে রেললাইনের পাশে এ অগ্নিকান্ডের পর ট্রেন চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ডে বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত