শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলিন্ডারে কতটা গ্যাস, জানুন সহজ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

১৪:০৯, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:২৮, ৩০ ডিসেম্বর ২০২০

৬৫৯

সিলিন্ডারে কতটা গ্যাস, জানুন সহজ উপায়ে

দেশের সব অঞ্চলে সরবরাহকৃত লাইনের গ্যাস সংযোগ নেই। ফলে বিপুল সংখ্যক মানুষকে নির্ভর করতে হয় সিলিন্ডার গ্যাসের উপর। সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণে গ্যাস থাকায় অনেক সময় মাঝ পথে বন্ধ হয়ে যায় রান্না। আরেকটা সিলিন্ডার এনে লাগানোও ঝামেলার কাজ। 

সতর্কতা হিসেবে তাই অনেকে আগেই নিশ্চিত হয়ে নিতে চান কতটা গ্যাস আছে সিলিন্ডারে। সিলিন্ডারের ওজন দেখে বা হাতে তুলে ধরে বোঝার চেষ্টা করা হয়, কতটুকু গ্যাস বাকি আছে। কিন্তু সেই পদ্ধতিতে আসলে নিশ্চিন্ত হওয়া যায় না। 

তবে একটি পদ্ধতি কাজে লাগিয়ে সহজেই বোঝা সম্ভব সিলিন্ডারে আর কতটা গ্যাস বাকি রয়েছে। চলুন জেনে নেয়া যাক-

* প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে সিলিন্ডারটিকে খুব ভালো করে মুছতে হবে। খেয়াল রাখতে হবে, সিলিন্ডারের গায়ে যেন কোনো ধুলোর আস্তরণ না থাকে।

* সিলিন্ডার মোছা হয়ে গেলে ২-৩ মিনিট পর দেখবেন সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গেছে, আর বাকি অংশ এখনও ভেজা।

* সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, মনে করবেন সেই অংশেই গ্যাস আছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে, সেটিতে গ্যাস নেই। 

অবাক হবেন না, এটা সাধারণ বিজ্ঞান। কারণ সিলিন্ডারের যেখানে তরল গ্যাস আছে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা হলেও কম হয়। ফলে সিলিন্ডারের সে অংশ শুকাতে বেশি সময় লাগে।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank