শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শীতে পায়ের দুর্গন্ধ রোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

১৬:২৮, ১৭ ডিসেম্বর ২০২৩

৪৪০

শীতে পায়ের দুর্গন্ধ রোধে করণীয়

শীতে অন্য অঙ্গগুলো ঠিক থাকলে অনেকের হাত, পা আর নাক কিছুতেই গরম হতে চায় না। আর তাই বাধ্য হয়ে পরতে হয় মোজা। দীর্ঘসময় পা-ঢাকা জুতা পরে থাকলে পায়ের পাতা ঘামে। এটি স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকের ক্ষেত্রে মোজা না পরার পরও পায়ের পাতা ঘামে।

পায়ের দুর্গন্ধ প্রতিরোধের উপায়

• প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। হালকা গরম সাবানপানি দিয়ে ধোয়াই ভালো। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে।

• জুতা বা মোজা পায়ে দেওয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন। জুতার ভেতর পা ভেজা ভেজা মনে হলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন।

• সুতি মোজা ব্যবহার করুন। সুতি মোজা পায়ের ঘাম শোষণ করে। পরপর দুই দিন একই মোজা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রতিদিনই পরিষ্কার মোজা ব্যবহার করুন।

• গরমের দিনে খোলা স্যান্ডেল পায়ে দিন। চামড়ার বা কাপড়ের শু ব্যবহার করুন। এতে জুতার ভেতর বাতাস যাওয়া-আসা করতে পারবে। ফলে পা ঘামবে কম।

• বাসায় ফিরে জুতা শুকাতে দিন। প্রয়োজনে রোদে শুকান।

• এক লিটার হালকা গরম পানিতে আধা কাপ অ্যাপল সিডার ভিনেগার দিয়ে পা ১০ মিনিট ভিজিয়ে রাখুন

• পায়ের নখ ছোট ও পরিষ্কার রাখুন। তাহলে জীবাণুর লুকিয়ে থাকার জায়গা কমে যাবে।

• চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন।

• দীর্ঘ সময় জুতা মোজা পরে থাকবেন না, সম্ভব হলে অফিসের জন্য আলাদা স্যান্ডেল রাখুন ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank