শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শপথ নিলেন মমতা ব্যানার্জী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:১৭, ৫ মে ২০২১

আপডেট: ১২:৩২, ৫ মে ২০২১

৩৯৭

শপথ নিলেন মমতা ব্যানার্জী

তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা ব্যানার্জি। বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজ্যের রাজ্যপাল তাকে শপথ পড়ান। রাজ্যে উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।

বুধবার মমতা ব্যানার্জী একাই শপথ নিয়েছেন। পরবর্তীতে তার মন্ত্রীসভার অন্যান্যরা শপথ নেবেন। শপথ নিয়ে মমতা জানিয়েছেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলাই তার প্রথম লক্ষ্য।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় ২৯২ আসনে নির্বাচন হয়। এরমধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে তৃণমূল। বিজেপি জিতেছে ৭৭টি আসনে।

অসামান্য জয় পেলেও নির্বাচনে নিজে হেরে গেছেন মমতা ব্যানার্জী। তবে ভারতের আইন অনুযায়ী তার মূখ্যমন্ত্রী হতে বাঁধা নেই। কিন্তু ছয়মাসের মধ্যে বিধানসভা কিংবা রাজ্যসভায় জিতে আসতে হবে তাকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত