শুক্রবার   ০৩ মে ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ || ২২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:২৭, ২৩ এপ্রিল ২০২৪

৭০

ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান

ইসরাইলে হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে আরও বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগ করার জন্য (ইউরোপীয় ইউনিয়ন) দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে; এটা দুঃখজনক। কারণ ইরান ইসরাইলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে।’

হোসেইন আমিরাবদুল্লাইয়ান আরও বলেন, ‘এটাও দুঃখজনক যে, ইসরাইল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউ-এর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।’

বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত