শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ৯ শ্রমিক সংগঠন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৩৭, ৮ মার্চ ২০২১

আপডেট: ১৫:৪৯, ৮ মার্চ ২০২১

৪৯৪

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ৯ শ্রমিক সংগঠন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে সাধারণ ধর্মঘট ডেকেছে ৯টি শ্রমিক ইউনিয়ন। 
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে সাধারণ ধর্মঘট ডেকেছে ৯টি শ্রমিক ইউনিয়ন। 

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধীদের আন্দোলনে সমর্থন দিতে ও সামরিক জান্তার উপর চাপ প্রয়োগ করতে সাধারণ ধর্মঘট ডেকেছে ৯টি শ্রমিক ইউনিয়ন। 

সোমবার (৮ মার্চ) যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, অর্থনৈতিক কাজ ও ব্যবসা অব্যাহত রাখলে কেবল সামরিক জান্তাই লাভবান হবে। তখন জনগণের শক্তিতে তারা দমন করবে। গণতন্ত্র রক্ষার জন্য আমাদের এমন উদ্যোগ। 

গত কয়েকসপ্তাহ ধরে দেশটির ট্রেন পরিচালনাকারীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটে গেছে। ইয়াঙ্গুনে দোকান, কারখানা ও ব্যাংক বন্ধ আছে। প্রতিটি গাড়ি চেক করলেও মিয়ানমারের বড় বড় শহরগুলোতে মানুষ জড়ো হচ্ছে। 

ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পরই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। গত কয়েক সপ্তাহে সহিংসতায় রূপ নেয় সেই বিক্ষোভ। পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫৫ জন নিহতের খবর বেরিয়েছে। তারপরও প্রতিদিন রাস্তায় জড়ো হচ্ছে অভ্যুত্থানবিরোধীরা। 

বার্তা সংস্থা রয়টারের প্রতিবেদনে বলা হয়, রবিবার (৭ মার্চ) নিরাপত্তা বাহিনীরি সাথে আবারও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। নিরপাত্তা বাহিনীর গুলিতে নিহতের সম্মানে দুই মিনিট নিরবতার পর হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমের ভিডিও থেকে দেখা যায় অন্তত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত