শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৪, ৬ মার্চ ২০২১

৪৮০

নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান
মিয়ানমার জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার এই আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের পরিস্থিতি বড় ধরনের মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর প্রাণঘাতী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রেনার বার্গনার প্রশ্ন রেখে বলেন, ‘আমরা মিয়ানমার সামরিক বাহিনীকে এই কাজ আর কতদূর চালিয়ে যেতে দেব? নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা এবং মিয়ানমারের জনগণের পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অটল ও ঐক্যবদ্ধ অবস্থান গুরুত্বপূর্ণ।’

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয়। গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিসহ ক্ষমতাসীন দলের নেতাদের।

অভ্যুত্থানের পর থেকে সেখানে বিক্ষোভ দমাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার পর্যন্ত কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত