শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের চার্জশিটে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটেরা পার্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১২:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২১

৪৭২

যুক্তরাষ্ট্রের চার্জশিটে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটেরা পার্ক

উত্তর কোরিয়ার তিন হ্যাকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগপত্র গঠন করেছে যুক্তরাষ্ট্র। সাইবার হামলা চালিয়ে বিশ্বের বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১.৩ বিলিয়নের বেশি অর্থ চুরি ও পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এ চার্জশিট গঠন করা হয়েছে।

এর মধ্যে একজন হলেন বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে অর্থ হাতিয়ে নেওয়া পার্ক জিন হায়ক (৩৬)। ২০১৬ সালে বিবি থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার চুরি করা হ্যাকারদের তালিকায় রয়েছেন তিনি। ২০১৪ সালে সনি এন্টারটেইনমেন্ট পিকচার্সে হ্যাকিংয়ের অন্যতম হোতা এ কম্পিউটার বিশেষজ্ঞ। এজন্য দোষী সাব্যস্তও হন।

অভিযুক্ত অপর দুজন হলেন জন চ্যাং হায়ক (৩১) ও কিম ইল (২৭)। তারা উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা কর্মকর্তা বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। দেশটির বিতর্কিত নেতা কিম জং উনের হয়ে কাজ করেন এ ত্রয়ী। নিজ দেশ ও নেতার জন্য অর্থ চুরি এবং মানি লন্ডারিং করেন তিনজনই। 

ইউএস বিচার বিভাগ জানিয়েছে, ২০১৪ সাল থেকে নানা ধরনের আইন বহির্ভূত এবং ফৌজদারি অপরাধ করে আসছেন এ তিন হ্যাকার। বাংলাদেশ, ভিয়েতনাম, তাইওয়ান, মাল্টা, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত করেছেন তারা। 

বিবিসি, দ্য গার্ডিয়ান, আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এশিয়া, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অনেক দেশের ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছেন পার্ক, চ্যাং ও কিম। ২০১৮-২০ সাল পর্যন্ত ক্রিপ্টেকারেন্সি ব্যবহারকারীদের টার্গেট করে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে নানা ধরনের অপরাধ ঘটিয়ে আসছেন তারা।

শুধু ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সাল পর্যন্ত ৩১৬.৪ মিলিয়ন ডলার চুরি করেছেন উত্তর কোরিয়ার হ্যাককাররা। তবে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে আমেরিকার বিচার বিভাগের অভিযোগ গঠনের বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি কোরীয় কর্তৃপক্ষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত