শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাম্পের বিতর্কিত চিকিৎসককে অপসারণ করলেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:০৫, ২৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:০৮, ২৬ জানুয়ারি ২০২১

৫৩১

ট্রাম্পের বিতর্কিত চিকিৎসককে অপসারণ করলেন বাইডেন

হোয়াইট হাউজের দীর্ঘকালীন চিকিৎসক হিসেবে ডাঃ কেভিন ও’কোনোরকে নিয়োগ দিয়েছেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কোনলিকে ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। কোনলির বিরুদ্ধে অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট কোভিড-১৯ আক্রান্ত হলে ভুল তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করেছিলেন তিনি।

গত বছর ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হলে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুব ভালো বলে প্রচার করেন কোনলি। কিন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ট্রাম্পের অবস্থার অবনতি হয়েছিলো এবং তার শ্বাসকষ্ট থাকায় অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট দেয়া হয়। এছাড়া, কোভিড-১৯ রোগের সব ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় তার।  যদিও সম্পূর্ণ আইসোলেশনে থাকার কারণে ট্রাম্পের চিকিৎসাকালীন কোনো ছবি বা ভিডিও উপস্থাপন করতে পারেনি কোনো গণমাধ্যম। 

নবনিযুক্ত কেভিন এর আগে ওবামা প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউজের ইতিহাসে চিকিৎসক পরিবর্তনের ঘটনা বিরল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত