মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ || ১৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:২০, ১৬ এপ্রিল ২০২৪

৯৯

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। দেশটির বিচারিক সংস্কারের বিরুদ্ধে কথা বলার একদিন পর তাকে বরখাস্ত করা হলো। নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির একজন সিনিয়র সদস্য গ্যালান্ট। খবর আলজাজিরার।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী। নেতানিয়াহু পরে টুইটবার্তায় বলেন, আমাদের সবাইকে অবশ্যই প্রত্যাখ্যানের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে। 

বরখাস্ত করার পরপরই গ্যালান্ট টুইটবার্তায় বলেন, ইসরাইলের নিরাপত্তা সর্বদা আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।

গ্যালান্টকে বরখাস্তের বিষয়টি ইঙ্গিত দেয় নেতানিয়াহু এ সপ্তাহে তার পরিকল্পনা ঢেলে সাজাবেন।  তবে তা গণবিক্ষোভের জন্ম দিয়েছে, সামরিক ও ব্যবসায়ী নেতাদের ক্ষুব্ধ করেছে এবং ইসরাইলের মিত্রদের মধ্যে উদ্বেগ উত্থাপন করেছে।

গ্যালান্ট কথিতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, সমাজে বিভাজন সামরিক বাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমগ্র অঞ্চলজুড়ে ইসরাইলের শত্রুদের উৎসাহিত করছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত