শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের হামলায় নিহত শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:১৩, ২২ জানুয়ারি ২০২২

২৮৯

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের হামলায় নিহত শতাধিক

ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। প্রাথমিকভাবে এই সংখ্যা ৭০ বলে জানানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। 

এক হুতি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।  

এদিকে, সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 

শুক্রবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে হুতিবিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অস্থায়ী কারাগারে বিমান হামলা চালায় সৌদি জোট। মাটির সঙ্গে মিশে যায় পুরো কারাগার। 

ধ্বংসযজ্ঞের পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। ভেতর থেকে বের হতে থাকে একের পর এক মরদেহ। কারাগারটিতে ইয়েমেনিদের পাশাপাশি বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরও বন্দি রাখা ছিল।  

নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনও ভেতরে অনেকেই আটকা পড়ে আছে বলে জানা গেছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত