মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৩৪, ১৮ অক্টোবর ২০২১

৩০৪

সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার

মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং
মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং অংশ নিতে পারছেন না। তার পরিবর্তে দেশটির একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন। আশিয়ানের এ ঘোষণার পর প্রায় পাঁচ হাজারেরও বেশি বন্দি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তাপ্রধান।

সোমবার মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

যাদের মুক্তি দেয়া হবে তারা সবাই ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয়, সেসময়কার বিক্ষোভ থেকে আটক হয়েছেন। জেলে থাকা এমন পাঁচ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

জান্তা সরকার জানিয়েছে, সব মিলিয়ে পাঁচ হাজার ৬৩৬ জনকে মুক্তি দেওয়া হবে। তাডিংইয়ুত উৎসব উপলক্ষ্যে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

২৬-২৮ অক্টোবর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান শীর্ষ সম্মেলন। মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে সে সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে।

স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের মতে, ফেব্রুয়ারিতে হওয়া সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত এক হাজার একশর বেশি আন্দোলনকারী নিহত হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। গ্রেফতার করা হয়েছে আট হাজারেরও বেশি আন্দোলনকারীকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত