শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার বিকল্প নেই: ইইউ

ইন্টারন্যাশনাল ডেস্ক

০১:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২১

৩৫৮

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার বিকল্প নেই: ইইউ

তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কাবুলে ইউরোপীয় দেশগুলোর এই জোট কূটনৈতিক উপস্থিতি বজায় রাখবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এ কথা জানিয়েছেন।

ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ বোরেল বলেন, আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার মাধ্যমেই কেবল দেশটির ভবিষ্যৎ উন্নয়নে প্রভাব রাখা সম্ভব।

জোসেফ বোরেল বলেন, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর সেখানে ইইউর সদস্যদেশগুলো দূতাবাস বন্ধ করে দিয়েছে। তারা এখনই সেগুলো খুলছে না। তবে দেশটিতে ইইউর কূটনৈতিক প্রতিনিধিদলের উপস্থিতি থাকবে। 

জোসেফ বোরেল বলেন, তালেবান সরকারের সঙ্গে আলোচনা করে নিরাপত্তাসংশ্লিষ্ট শর্ত পূরণ হলে কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানো হবে। ভিডিও কনফারেন্স বা বার্তা আদান-প্রদানের চেয়ে আরও ঘনিষ্ঠ পন্থায় এ আলোচনা হতে পারে।

সাবেক স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী বোরেল বলেন, ইইউ তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না, তবে আফগানিস্তানের নতুন এ প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে অনেক কিছু অর্জন করার আছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত