শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৫০, ১১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১১:০৪, ১১ সেপ্টেম্বর ২০২১

৩৩৪

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যার করেছে তালেবানরা। এমনকি তার দাফনেও বাধা দেয়া হচ্ছে বলে পরিবারের এক সদস্য অভিযোগ করেন। 

বার্তা সংস্থা রয়টার্সকে রোহুল্লাহ আজিজির ভাতিজা এবাদুল্লাহ সালেহ জানান, পাঞ্জশিরে পানশিরে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া তালেবানবিরোধী বাহিনীর অন্যতম নেতা ছিলেন তার চাচা। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রয়টার্সকে পাঠানো বার্তায় এবাদুল্লাহ সালেহ বলেন, “তারা আমার চাচাকে হত্যা করেছে। গতকাল তারা তাকে মেরে ফেলে। তারা তাকে দাফন করতেও দিচ্ছে না। তার লাশ পচুক, এমনটাই বলে যাচ্ছে তারা।”

এদিকে তালেবানরা দাবি করছে, পাঞ্জশিরে যুদ্ধে রোহুল্লাহ মারা যান। তবে টোলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, পাঞ্জশির থেকে পালানোর চেষ্টাকালে রোহুল্লাহ তালেবান যোদ্ধাদের হাতে আটক হন। পরে তাকে হত্যা করা হয়।

রোহুল্লাহ’র ভাই, আমরুল্লাহ সালেহকে তালেবানরা এখনও ধরতে পারেনি। সালেহ এখন ঠিক কোথায় আছেন, তাও স্পষ্ট নয়।

১৫ আগস্টের মধ্যে আফগানিস্তান দখল হলেও তালেবানবিরোধী বাহিনীগুলো আহমাদ মাসুদের নেতৃত্বে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) ব্যানারে পাঞ্জশিরে প্রতিরোধ যুদ্ধ করেছিল। তুমুল লড়াই শেষে তালেবানরা পাঞ্জেশিরের রাজধানী বাজারাক নিয়ন্ত্রণে আনে। 

পাঞ্জশিরের রাজধানীর পতন হলেও তালেবানের বিরুদ্ধে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানায় এনআরএফ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত